ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন

বগুড়ায় প্রার্থীরা মাঠে, নির্বাচন অফিসে কর্মযজ্ঞ

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্টo | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বগুড়ায় প্রার্থীরা মাঠে, নির্বাচন অফিসে কর্মযজ্ঞ

বগুড়া: আসন্ন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর ঘোষণা করা হয়েছে প্রার্থীদের চূড়ান্ত দলীয় মনোনয়ন। ইতিমধ্যে নির্বাচনী যুদ্ধে প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েছেন।


 
এদিকে সুচারুভাবে নির্বাচন সম্পন্ন করতে দিনরাত কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বগুড়ার নয়টি পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের কার্যক্রমও প্রায় শেষ করে এনেছেন। এখন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে।  
 
আসন্ন পৌরসভা নির্বাচনে জেলার নয়টি পৌরসভায় মোট ৩ লাখ ৭০ হাজার ৯১১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৯৬ জন। সংরক্ষিত ৩১টিসহ ১২৪টি ওয়ার্ডে মোট ১৭৩টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি বুথে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
বুধবার (২ ডিসেম্বর) জেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
 
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বগুড়ার নয়টি পৌরসভার মধ্যে সংরক্ষিত ৭টিসহ মোট ২৮টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত বগুড়া পৌরসভা। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৪০৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৬৪৯ জন। এসব ভোটার মোট ১০১টি কেন্দ্রের ৭১০টি বুথে তাদের ভোট দেবেন।
 
গাবতলী পৌরসভার সংরক্ষিত ৩টিসহ ১২টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৬৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৭১৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৭৪৯ জন। এসব ভোটার ৯টি কেন্দ্রের ৪৯টি বুথে ভোট দেবেন।
 
কাহালু পৌরসভার সংরক্ষিত ৩টিসহ ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯২৭ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৯৩১ জন। এখানকার ৯টি কেন্দ্রে থাকবে ৩১টি বুথ।
 
নন্দীগ্রাম পৌরসভার সংরক্ষিত ৩টিসহ মোট ১২টি ওয়ার্ডে ১৩ হাজার ৮৪১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫৮ জন ও মহিলা ভোটার ৭ হাজার ১৮৩ জন। এ পৌরসভার ৯টি কেন্দ্রে থাকছে ৪১টি বুথ।
 
শেরপুর পৌরসভার সংরক্ষিত ৩টিসহ মোট ১২টি ওয়ার্ডে ভোটার ২০ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১০৩ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৫৩৮ জন। এখানে ৯টি কেন্দ্রে ৬০টি বুথ থাকছে।
 
ধুনট পৌরসভার সংরক্ষিত ৩টিসহ ১২টি ওয়ার্ডে মোট ৯ হাজার ৯১৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯০৬ জন ও মহিলা ভোটার ৫ হাজার ১০ জন। তারা ৯টি কেন্দ্রের ৩১টি বুথে ভোট দেবেন।
 
সারিয়াকান্দি পৌরসভার সংরক্ষিত ৩টিসহ মোট ১২টি ওয়ার্ডে ১৩ হাজার ৭৬৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৫৪ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৯১৪ জন। এ পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটের বুথ থাকছে ৪০টি।
 
শিবগঞ্জ পৌরসভার সংরক্ষিত ৩টিসহ ১২টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৪ জন ও মহিলা ভোটার ৮ হাজার ১৬৭ জন। এসব ভোটার ৯টি কেন্দ্রের ৪৮টি বুথে ভোট দেবেন।
 
সান্তাহার পৌরসভার সংরক্ষিত ৩টিসহ মোট ১২টি ওয়ার্ডে ২৩ হাজার ১৭৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৪২১ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৭৫৫ জন। এসব ভোটার ৯টি কেন্দ্রের ৬৬টি বুথে ভোট প্রয়োগ করবেন।
 
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বাংলানিউজকে জানান, নির্বাচন সংক্রান্ত সব ধরনের কাজ শেষের দিকে। বর্তমানে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট নিয়োগ প্রক্রিয়ার জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে এসব পদে নিয়োগপত্র দেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।