ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সাতক্ষীরার ২ উপজেলায় বিএনপির প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সাতক্ষীরার ২ উপজেলায় বিএনপির প্রার্থী চূড়ান্ত

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদ চিশতী ও কলারোয়া পৌরসভায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স ম আক্তারুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার প্রার্থী হিসেবে তাজকিন আহমেদ চিশতী এবং কলারোয়া পৌরসভার প্রার্থী হিসেবে স ম আক্তারুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিনের নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম। একটু আগে যোগাযোগ করে জানতে পেরেছি সাতক্ষীরায় তাজকিন আহমেদ চিশতী ও কলারোয়ায় স ম আক্তারুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন।

কেন্দ্র থেকে মনোনয়নপ্রাপ্তদের পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।