ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ফেনীতে বিএনপির ২ প্রার্থীসহ তিন জনের মনোনয়ন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ফেনীতে বিএনপির ২ প্রার্থীসহ তিন জনের মনোনয়ন বাতিল

ফেনী: আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী পদে ফেনীতে বিএনপি সমর্থিত ২ ও স্বতন্ত্র এক জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ফেনী পৌরসভায় বিএনপি সমর্থিত ফজলুর রহমান বকুলের হলফ নামায় তথ্য গোপন এবং ঋণ খেলাপির কারণে মনোনয়ন বাতিল করা হয়।


 
অন্যদিকে প্রস্তাবকের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলামের মনোনয়নও বাতিল হয়। এছাড়াও বিএনপি সমর্থিত ফজলুর রহমান বকুলের বিরুদ্ধে ৪৭টি মামলাসহ দু’টিতে পরোয়ানা রয়েছে।

ফেনী পৌরসভা নির্বাচনী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এনামুল হক) বাংলানিউজকে তথ্য জানিয়েছেন।

এদিকে পরশুরাম পৌরসভার মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়নও বাতিল হয়েছে। বিধি অনুসারে জামানতের টাকা পরিশোধ না করায়, প্রস্তাবকারীর জাতীয় পরিচয়পত্র ভুল এবং বিজিবির একটি মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।
 
পরশুরাম উপজেলে নির্বাচনী কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মোজাম্মেল হোসেন  বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।