ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মানিকগঞ্জে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
মানিকগঞ্জে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বাবুল সরকার

মানিকগঞ্জ: পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিনে মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে জেলা শ্রমিক লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী বাবুল সরকার তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটারিং কর্মকর্তা আসাদুজ্জামান কবিরের কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন।



মনোনয়নপত্র প্রত্যাহারের পর বাবুল সরকার বাংলানিউজকে বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।  

এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানসহ বাবুল সরকারের সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।