ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চাঁদপুরে মেয়রসহ ৪ প্রার্থীর আপিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
চাঁদপুরে মেয়রসহ ৪ প্রার্থীর আপিল

চাঁদপুর: চাঁদপুরের পাঁচটি পৌরসভা নির্বাচনে তথ্য গোপন ও নিয়মানুযায়ী কাগজপত্র না থাকায় ৫ ও ৬  ডিসেম্বর যাচাই বাছাইয়ে চার মেয়র ও ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন স্ব স্ব উপজেলা রির্টানিং অফিসার।

সোমবার (৭ ডিসেম্বর) বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে এক মেয়র ও চার কাউন্সিলর তাদের মনোনয়নপত্র বহাল রাখতে জেলা রির্টানিং অফিসারের কাছে আপিল করেছেন।



এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বাংলানিউজকে জানান, ৫ ও ৬ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। এদিনে কচুয়া পৌরসভায় দুই মেয়র প্রার্থী ও  ছয় কাউন্সিলর, মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় এক মেয়র, হাজীগঞ্জে এক মেয়র ও চার কাউন্সিলর এবং মতলব পৌরসভায় একজন কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদের মধ্যে মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সারোরুল আবেদীন, হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসেন মোহাম্মদ জামান, ২ নম্বর ওয়ার্ডের মো. নান্নু, মতলব দক্ষিণ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সাজেদা বেগম আপিল আবেদন করেন।

নিয়মানুযায়ী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। আপিল আবেদনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দরখাস্ত করার বিধানও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।