ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

সারিয়াকান্দিতে ৩ মেয়র প্রার্থীর আপিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সারিয়াকান্দিতে ৩ মেয়র প্রার্থীর আপিল

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে তিন মেয়র প্রার্থী আপিল করেছেন।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক বরাবর আপিল করেন তারা।



আবেদনকারী প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আব্দুল হামিদ সরদার ও  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী।

এর আগে রোববার (৬ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটানিং অফিসার প্রত্যয় হাসান তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

সোমবার সন্ধ্যায় আপিলের বিষয়টি বাতিল হওয়া মেয়র প্রার্থীরা বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।