ঢাকা: সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে বিএনপি যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়।
ফখরুল বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র নেই। সেই সঙ্গে নেই বাকস্বাধীনতা, মুক্তচিন্তা প্রকাশের স্বাধীনতা। আমরা সভা করতে পারি না, সমাবেশ করতে পারি না।
তিনি আরো বলেন, প্রতিদিনই বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। সেই সঙ্গে মেয়র ও উপজেলা পর্যায়ে চেয়ারম্যানদের বরখাস্ত করা হচ্ছে। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে এই অরাজকতা থাকতো না।
পৌরসভা নির্বাচন বয়কট করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন- নির্বাচন বয়কট করা না করা পরিস্থিতির উপর নির্ভার করবে। এখন এটা বলা যাচ্ছে না, এটা সময়ই বলে দেবে।
সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক মজিবুর রহমান সরোয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি কৌশল নির্ধারণ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের বিষয় নিয়ে আলোচনা হয়।
** গুলশানে চলছে বিএনপির যৌথসভা
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএইচএস/বিএস