ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

দু’টিতে আ’লীগের বিদ্রোহী, একটিতে আ’লীগ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দু’টিতে আ’লীগের বিদ্রোহী, একটিতে আ’লীগ জয়ী

সিলেট: সিলেটের তিন পৌরসভার মধ্যে দু’টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জয়ী হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা বাংলানিউজকে এ তথ্য জানান।



গোলাপগঞ্জ পৌরসভায় মোবাইল ফোন প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার ৪ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন ৩ হাজার ২০৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

কানাইঘাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন জয়ী হয়েছেন। নারিকেল গাছ প্রতীকে ৩ হাজার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট।

ভোট গণনা শেষে নিজাম উদ্দিনকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন কানাইঘাটের রিটার্নিং কর্মকর্তা খালেদুর রহমান।

অপর পৌরসভা জকিগঞ্জে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান এক হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিবদুর রহমান পেয়েছেন এক হাজার ৭১ ভোট।

ভোট গণনা শেষে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আলামিন বেসরকারিভাবে খলিলুর রহমানকে জয়ী ঘোষণা করেন।

সিলেটের তিনটি পৌরসভায় মোট ভোটার ৪৬ হাজার ৪২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২৩ হাজার ৪৩ জন ও পুরুষ ভোটার ২৩ হাজার ৩৮৬ জন। এ তিন পৌরসভায় ২৭টি কেন্দ্রে ১৩০টি কক্ষে ভোটগ্রহণ হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।