ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

চান্দিনায় আ’লীগ প্রার্থী মফিজুল ইসলাম নির্বাচিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চান্দিনায় আ’লীগ প্রার্থী মফিজুল ইসলাম নির্বাচিত

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গঠিত কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার সুমন চৌধুরী।



ভোট গ্রহণ, বাছাই ও গণনায় পৌরসভার ১৩টি কেন্দ্রের ফলাফলে মফিজুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ আলমগীর খান পেয়েছেন ২ হাজার ৩৫৭ ভোট।

আর নির্বাচনের তিন দিন আগে নির্বাচন থেকে সরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান সরকার জগ প্রতীকে পড়েছে ৪৮ ভোট।

এ পৌরসভায় ২৭ হাজার ৪৯৫ ভোটারের মধ্যে ২১ হাজার ২৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।