ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মতলব পৌরসভায় আ’লীগ প্রার্থী আওলাদ নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মতলব পৌরসভায় আ’লীগ প্রার্থী আওলাদ নির্বাচিত ছবি: আওলাদ হোসেন

চাঁদপুর: চাঁদপুরের মতলব পৌরসভায় ১৬ হাজার ২৮০ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৫ ভোট।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বর্তমান মেয়র এনামুল হক বাদল পেয়েছেন ৭ হাজার ৬৮৫ ভোট।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিস থেকে এসব তথ্য বাংলানিউজকে জানানো হয়েছে।

এ পৌরসভায় বিগত ২ নির্বাচনে মেয়র ছিলেন এনামুল হক বাদল। আর আওলাদ হোসেন এবারই প্রথম নির্বাচন করে মেয়র বিজয়ী হলেন।

মতলব পৌরসভায় ভোটার সংখ্যা ছিলো ৪০ হাজার ৮৬৩।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।