ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বরগুনা পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বরগুনা পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

বরগুনা: বরগুনা পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ৫ হাজার ৮শ’ ৯৩  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামীলীগ মনোনীত কামরুল আহসান মহারাজ পেয়েছেন ২ হাজার ৫শ’ ২৮ ভোট।



বুধবার (৩০ ডিসেম্বর) ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা স‍ূত্রে এ তথ্য জানা গেছে।

বরগুনা পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৫৮ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ১২ হাজার ৫শ’ ১৬জন।

মোট ভোট কেন্দ্র ৯টি। এরমধ্যে একটি কেন্দ্র স্থগিত হয়। যে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে সে কেন্দ্রে ভোটার ২ হাজার ৯শ’ ৪৪।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।