ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

মনোহরদীতে আ.লীগের সুজন জয়ী

সেরাজুল ইসলাম সিরাজ ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মনোহরদীতে আ.লীগের সুজন জয়ী

নরসিংদী থেকে: নরসিংদীর মনোহরদী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আমিনুর রশিদ সুজন (নৌকা) ৭ হাজার ৫২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মাহমুদুল হক (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ২৩৬ ভোট।



এছাড়া স্বতন্ত্র হিসেবে জামায়াতের অধ্যাপক আমজাদ হোসেন (নারিকেল গাছ) ৪৫৯ ভোট ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) ১০৬ ভোট পেয়েছেন।

এ পৌরসভায় মোট ভোটকেন্দ্র নয়টি। মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৭৯৮ জন ও নারী ভোটার ৬ হাজার ২৭২ জন।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইএস/এমইউএম/আরইউ/ওএইচ/আরএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।