ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

যশোরের ৬ পৌরসভায় আ’লীগের মেয়র জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
যশোরের ৬ পৌরসভায় আ’লীগের মেয়র জয়ী

যশোর: যশোর জেলার ছয় পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে যশোর পৌরসভা, কেশবপুর, মণিরামপুর, নওয়াপাড়া, বাঘারপাড়া ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি  বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



যশোর পৌরসভা:
যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এগিয়ে আছেন। পৌরসভার ৫৫ টি কেন্দ্রের মধ্যে ৪৯টিতে ৫৬ হাজার ৭২৬ ভোট পেয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মারুফুল ইসলাম ১৮ হাজার ২৩৪ ভোট পেয়েছেন। তবে ৫৫টি কেন্দ্রের মধ্যে এমএম কলেজ কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে।

নওয়াপাড়া পৌরসভা :
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুশান্ত দাস শান্ত বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ১৮ হাজার ৯৫৮ ভোট পেয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির প্রার্থী রবিউল ইসলাম। তার ভোট ১৫ হাজার ২৬৮।

চৌগাছা পৌরসভা:
চৌগাছায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর আহম্মেদ আল হিমেল নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪ হাজার ৩২১ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এসএম সাইফুর রহমান বাবুল পেয়েছেন।

মণিরামপুর পৌরসভা:
মণিরামপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহমুদুল হাসান  বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ৮ হাজার ১১৬  ভোট পেয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহীদ ইকবাল হোসেন পেয়েছেন ৭ হাজার ২৭৩ ভোট।

কেশবপুর পৌরসভা:
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৬ হাজার ৯৫৪  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির  আব্দুস সামাদ বিশ্বাস পান ৫ হাজার ৭২৬  ভোট।

বাঘারপাড়া পৌরসভা:
বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান বাচ্চু। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৫৪১।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আবু তাহের সিদ্দিকী পান ১ হাজার ৬২১ ভোট।

আগে প্রকাশিত সংবাদের লিংক :

** যশোর সদরে আ’লীগ প্রার্থী রেন্টু চাকলাদার এগিয়ে
** যশোর নওয়াপাড়ায় আ’লীগ প্রার্থী সুশান্ত দাস জয়ী
** চৌগাছায় আ’লীগ প্রার্থী নূর আহম্মেদ আল হিমেল জয়ী
** মণিরামপুরে আ’লীগ প্রার্থী মাহমুদুল হাসান জয়ী
** কেশবপুরে আ’লীগ প্রার্থী রফিকুল মোড়ল জয়ী
** বাঘারপাড়ায় আ’লীগ প্রার্থী কামরুজ্জামান বাচ্চু জয়ী

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।