ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

বগুড়ায় তৃতীয়বারের মত মেয়র হলেন মাহবুবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বগুড়ায় তৃতীয়বারের মত মেয়র হলেন মাহবুবর

বগুড়া: বগুড়া পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান টানা তৃতীয়বারের মত মেয়র পদে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭ হাজার ৩৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


 
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৪১৭ ভোট ।
 
এছাড়া ইসলামী ঐক্যজোটের প্রার্থী প্রকৌশলী সামছুল হক পেয়েছেন ২ হাজার ৫৬৪ ভোট।
 
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।