ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কচুয়ায় নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কচুয়ায় নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৭

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় নির্বাচনোত্তর দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে কচুয়া বাজারের সাবেক কোর্ট বিল্ডিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হালিম (৩০) ফারুক (২৮), নয়ন বেগমকে(৩০) আশঙ্কাজনক অবস্থায় হালিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কচুয়া থানা পুলিশ জানায়, বিজয়ী কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও অপর প্রার্থী কামাল হোসেন গাজীর সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি ছোড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে বিজিবিও ঘটনাস্থলে আসে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইবরাহীম খলিল বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এছাড়া ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।