ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

‘না’গঞ্জবাসী আজকে একটি দিন রচনা করবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
‘না’গঞ্জবাসী আজকে একটি দিন রচনা করবে’ ছবি: সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পুলিশ সুপার মঈনুল হক- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, আজকে নারায়ণগঞ্জবাসী সকাল থেকেই কোনো অভিযোগ ছাড়া ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণ ভোট...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, আজকে নারায়ণগঞ্জবাসী সকাল থেকেই কোনো অভিযোগ ছাড়া ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে শহরের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, যেভাবে নির্বাচন চলছে সেভাবেই চলবে।

নারায়ণগঞ্জবাসী আজকে একটি দিন রচনা করবে যা দেশের নির্বাচনে একটি ইতিহাস হয়ে থাকবে।

প্রত্যয় ব্যক্ত করে মঈনুল হক বলেন, আমরা ১৭৪টি ভোটকেন্দ্রের খোঁজ খবর রাখছি, যেভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিকেল ৪টা পর্যন্ত সেভাবেই চলবে। বাংলাদেশ ও দেশের বাইরের সবাইকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক নজিরবিহীন নির্বাচন উপহার দেবো।

চার লাখ ৭৪ হাজার ৯৩১ ভোটার নির্ধারণ করবেন কে হবেন তাদের মেয়র, কারা হবেন তাদের কাউন্সিলর। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নাকি বিএনপি সাখাওয়াত হোসেন খান জয়ী হবেন—এই জিজ্ঞাসার সুরাহা হবে কয়েক ঘণ্টার মধ্যেই।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।