ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

এমপিদের এলাকা ছাড়তে স্পিকারের ই-মেইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমপিদের এলাকা ছাড়তে স্পিকারের ই-মেইল স্পিকার শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রভাব ঠেকাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকা ত্যাগ করতে অনুরোধ জানিয়ে ই-মেইল করেছেন...

ঢাকা: জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রভাব ঠেকাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকা ত্যাগ করতে অনুরোধ জানিয়ে ই-মেইল করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি এই আবেদন জানালেন।

এর আগে, সোমবার (২৬ ডিসেম্বর) ইসি সংসদ সদস্য-মন্ত্রীদের নির্বাচনী এলাকা ত্যাগ করতে নির্দেশ দেয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এমপি-মন্ত্রীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ই-মেইল চেক করার জন্যও অনুরোধ জানান স্পিকার।

এদিকে, এদিন রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

দেশের ৬১টি জেলায় মোট কেন্দ্র ৯১৫টি। প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজেস্ট্রেট থাকবেন। এছাড়া র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে। জনপ্রতিনিধিরা ভোট দেওয়ার কারণে ভেতরের নিরাপত্তাই বেশি জোরদার করা হচ্ছে।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।