মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে গুয়াগাঁতী কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিনয় কুমার বাংলানিউজকে জানান, ভোটগ্রহণ চলাকালে ১০-১২ জন লোক জোর করে বুথে ঢুকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ছিনিয়ে নিয়ে যান।
স্থানীয় অনেকের দাবি, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন ব্যালট ছিনতাই করেছে।
তবে প্রিজাইডিং অফিসার বিনয় কুমার এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।
উল্লেখ্য, প্রথম দফায় ২০১৬ সালের ৪ জুন বড়হর ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সীমানা জটিলতার মামলায় ওই তারিখের নির্বাচন স্থগিত করেন আদালত। দ্বিতীয় দফায় ২০১৭ সালের ১২ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী আবার তফশিল ঘোষণার আবেদন করে হাইকোর্টে রিট করলে ভোটগ্রহণের আগের রাতে ফের স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই