মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টায় ভোট শুরুর পর দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, অর্জুনতলার পাঁচ নম্বর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট, কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া, প্রার্থীকে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ায় তিনি ভোট বর্জন করেছেন।
প্রার্থী সাধনের অভিযোগ অস্বীকার করে প্রিজাইডিং আফিসার মোশারেফ হোসেন জানান, এ ব্যাপারে তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই