ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

ভোটার হালনাগাদ শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ভোটার হালনাগাদ শুরু মঙ্গলবার

ঢাকা: সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম মঙ্গলবার (২৫ জুলাই) থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ময়মনসিংহে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

সোমবার (২৪ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে সিইসি চার নির্বাচন কমিশনারকে নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্য রওনা হয়েছেন। সেখানে তারা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

এরপর জেলার টাউনহলের তারেক স্মৃতি মিলনায়তনে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের পর মঙ্গলবারই ঢাকায় ফিরবেন।  

এবার ৩৫ লাখ নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার কার্যক্রম আগামী ২৫ আগস্ট শেষ হবে। এরপর বিভিন্ন প্রক্রিয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এবার সাতটি বিশেষ কমিটি গঠন করেছে ইসি। রোহিঙ্গা ভোটার ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আবার নারী ভোটার বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যক্রমে অন্তর্ভূক্ত করেছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।