ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

খোকসায় মেয়র পদে দুই জনসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
খোকসায় মেয়র পদে দুই জনসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা মনোনয়নপত্র জমা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: প্রথম ধাপে কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনের মেয়র পদে দুই জন এবং কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিলো।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রাথী মো. তারিকুল ইসলাম, বিএনপি মনোনীত নাফিজ আহম্মেদ খান রাজু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত ৩ আসনে কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুষ্টিয়ার জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও খোকসা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আবু আনাছার জানান, খোকসা পৌরসভা নির্বাচনের মেয়র পদে দুইজন এবং কাউন্সিল পদে ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।