ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

শাহজাদপুরে নৌকার প্রার্থী তরু লোদী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
শাহজাদপুরে নৌকার প্রার্থী তরু লোদী বিজয়ী তরু লোদী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তরু লোদী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজর ৮৬৭ ভোট।  

সোমবার (২৮ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামছুজ্জোহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ২৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় এবার প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অংশ নেন।

গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।