ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কিশোরগঞ্জে স্থগিত হওয়া ছয় কেন্দ্রে ভোট ৩০ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
কিশোরগঞ্জে স্থগিত হওয়া ছয় কেন্দ্রে ভোট ৩০ ডিসেম্বর সহিংসতা, ভোট, নির্বাচন কমিশন (ইসি)

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে স্থগিত হওয়া ছয়টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতার কারণে মাগুড়া, বড়ভিটা ও সদর ইউনিয়নের এই ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

ওই সহিংসতায় বর্ডার গার্ড বাংলাদের (বিজিবি) একজন সদস্য নিহতও হন।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সহিংসতার কারণে বড়ভিটা এমইউ সিনিয়র মাদরাসা, বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ, পাড়ের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংগেরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।