ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন

পাঁচবিবিতে টানা চতুর্থবার চেয়ারম্যান হলেন আবু চৌধুরী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
পাঁচবিবিতে টানা চতুর্থবার চেয়ারম্যান হলেন আবু চৌধুরী  আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু। 

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝিকে পরাজিত করে চতুর্থবারের মতো আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপি নেতা আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু।  

বুধবার (৫ জানুয়ারি) উপজেলার পাঁচটি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

চারটি ইউনিয়নে ব্যালটে ভোট অনুষ্ঠিত হলেও আটাপুর ইউনিয়নে ইভিএমে ভোট হয়।  

বেসরকারি ফলাফলে জানা যায়, ইউনিয়নের পাঁচজন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী জাহিনুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সামছুল আরেফিন চৌধুরী আবু পেয়েছেন ৭ হাজার ২৮১ ভোট।  

চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আবু এলাকায় সবচেয়ে বেশিবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।