ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জাল ভোট দিতে গিয়ে ইউপি নারী সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
জাল ভোট দিতে গিয়ে ইউপি নারী সদস্য আটক

মেহেরপুর: জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য সুফিয়া খাতুন।

বুধবার (১৫ জুন) মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে আটক করেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

পরে বারাদী ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের কাছে ওই নারীকে সোপর্দ করা হয়।

সুফিয়া খাতুনের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোট কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে নৌকার প্রার্থী মোমিনুলকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তিনি। এজন্য তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।