ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

মেহেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ. লীগের আব্দুস সালাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
মেহেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ. লীগের আব্দুস সালাম অ্যাডভোকেট আব্দুস সালাম। 

মেহেরপুর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম।  
 
ভোট গণনা শেষে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচিনের রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

 

এসময় মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবু আনছারসহ নির্বাচনের সাথে জড়িত অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।