ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বিজয় দিবসে বিটিভির বর্ণিল আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
বিজয় দিবসে বিটিভির বর্ণিল আয়োজন

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবের দিন।

১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।

বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালা সেজেছে বিশেষ আয়োজনে।

বিটিভির অনুষ্ঠান বিভাগ জানায়, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবি কণ্ঠে বিজয়ের কবিতা’ প্রচারিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও রাষ্ট্রপতি কর্তৃক সালাম গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ৯ টা ৫০ মিনিটে।

দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান ‘বিজয়ের দেশে ডানা মেলি’। দুপুর ১টা ০৫ মিনিটে রয়েছে আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের পঙতিমালা’। ১ টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘জেলায় জেলায় বধ্যভূমি’। দুপুর আড়াইটায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান ‘জয় বাঙালির জয় বাংলার’।  

দুপুর ৩টা ১০ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান ‘স্বদেশের স্মারক’। বিকেল ৪টায় সংগীতানুষ্ঠান ‘বিজয় থেকে বিজয়ে’।  ৪টা ৫০ মিনিটে ‘রণাঙ্গনের চিঠি’। ৫ টা ১০ মিনিটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘রণাঙ্গনের সংগীত’। ৬টা ২০ মিনিটে থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘লাল সবুজের পদাবলি’।

সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘আজ রুখবে তাদের কারা’। সাড়ে আটটায় থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘স্বাধীনতার মহাকাব্য’।

নাটক ‘সত্যি কথা বলছি’ প্রচারিত হবে রাত ৯টায়। রাত ১০ টা ২০ মিনিটে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। রাত ১১টায় প্রচারিত হবে বিশিষ্ঠজনদের নিয়ে অনুষ্ঠান ‘বিজয়ের কথা’।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।