ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভয়কে জয় করার গল্পের সিনেমা ‘পায়ের ছাপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ভয়কে জয় করার গল্পের সিনেমা ‘পায়ের ছাপ’ ফরিদুর রেজা সাগর, দীপা খন্দকার ও মেঘলা মুক্তা / ছবি: রাজীন চৌধুরী

শুক্রবার (২৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্ম ব্যানারে ফরিদুর রেজা সাগর প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মান্নু।

এ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নায়িকা মেঘলা মুক্তার। এর মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়।  

সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাইফুল ইসলাম মান্নু, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাছের বাবু প্রমুখ।

ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস টেলফিল্মের সিনেমা দিয়ে প্রথম অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ লাক্সতারকারা চলচ্চিত্রে এসেছেন। ‘পায়ের ছাপ’ দিয়ে ইমপ্রেসের মাধ্যমেও মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরো ভালো ভালো কাজ করবে।

 নির্মাতা সাইফুল ইসলাম মান্নু বলেন, ‘পায়ের ছাপ’ দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। পায়ের ছাপের গল্প এই ভয়কে জয় করার গল্প দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে সেই গল্প তুলে ধরা হয়েছে।  

হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে মান্নু বলেন, পায়ের ছাপ দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায় সেটাই হবে এই সিনেমার স্বার্থকতা। এমন একটি কাজ করার সুযোগ দেওয়ায় ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

তেগুলু সিনেমায় আগেই অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। ‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, তেলেগু ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোন একটা জায়গায় অতৃপ্তি কাজ করছি। সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ জরুরী। পায়ের ছাপ তেমনই একটি সিনেমা। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই সিনেমা করতে গিয়ে জীবনের নতুন বোধ পেয়েছি। দর্শক সিনেমাটি দেখলে জীবনের নতুন করে বাঁচায় মায়া পাবেন।  

ইতোমধ্যে পায়ের ছাপ-এর গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে আরো অভিনয় করছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া। নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। সংশ্লিষ্টরা জানান, এই সিনেমাটি নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা ও অনুপ্রেরণা যোগাবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।