ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জানুয়ারি ৪, ২০২৩
নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র! নোরা ফাতেহি-আরিয়ান খান

বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান অভিনেত্রী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন! বলিউডের অন্দরের খবর, নোরার সঙ্গে এখন বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বে জড়িয়েছেন নোরা। গুঞ্জনে রয়েছে, মুম্বাই শহরের নাকি এদিক-ওদিকও দেখা যাচ্ছে আরিয়ান ও নোরাকে।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের বহু নাইটক্লাব ও কফি শপেও দেখা গেছে এই দুজনকে। তবে এ নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান।

এতোদিন শোনা যাচ্ছিলো, অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকী, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আরিয়ানের নজর এখন নোরার দিকে।

অন্যদিকে, ঠগবাজ সুকেশের মামলায় জ্যাকুলিনের পাশাপাশি নোরার নামও এসেছে। জ্যাকুলিনের মতোই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন নোরা।

ইতোমধ্যেই জানা গেছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরের গয়না কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে ‘গরমি গার্ল’কে। তাহলে কি সুকেশের ঘনিষ্ঠ ছিল নোরা? অভিনেত্রী অবশ্য জানিয়েছেন, এই মামলায় তাকে ফাঁসানো হচ্ছে।

উল্লেখ্য, উপহার পাওয়ার বিষয়টি এখন স্বীকার করলেও প্রথমে কিন্তু জ্যাকুলিনের মতোই তথ্যটি চেপে গিয়েছিলেন নোরাও।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।