ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেকল ভাঙার গল্পে ববি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
শেকল ভাঙার গল্পে ববি ইয়ামিন হক ববি

ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও পরে থিতু হয়েছেন চলচ্চিত্রে।

দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে নেই ববির নতুন সিনেমা। তবে কাজ শেষ করেছেন বেশকিছু সিনেমার। যা চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিনের বিরতি পেরিয়ে আসছে ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে ফিরছেন ববি। তবে প্রধান নায়িকা চরিত্রে নয়, আইটেম গানে দেখা যাবে তাকে। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘মিশন এক্সট্রিম-২’-এ গানটি থাকছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ।

নতুন খবর হচ্ছে, ফের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি। সিনেমার নাম ‘‌মেঘনা কন্যা’। গ্রাম আর শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন ফুয়াদ চৌধুরী। বুধবার (১১ জানুয়ারি) সিনেমাটির মহরত হবে। সেখানেই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে।  

সিনেমাটিতে আরো অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদের মতো দাপুটে অভিনেতারা।

বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’, ‘পাপ’, ‘এবার তোরা মানুষ হ’ নামের সিনেমাগুলো।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।