ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী শামীমা তুষ্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
বাবা হারালেন অভিনেত্রী শামীমা তুষ্টি বাবার সঙ্গে শামীমা তুষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টির বাবা বীর মুক্তিযোদ্ধা ইদু মিয়া আর নেই। লাইফ সাপোর্টে দুদিন থাকার বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান অভিনেত্রীর বাবা।

বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে তুষ্টি লেখেন, ‘আব্বু চলেই গেল, আব্বু ও আব্বু। কাউকে কোনোকিছুই করতে দিলা না। বাবা ও বাবা.....!’

এর আগের এক পোস্টে তুষ্টি লেখেন, ‘বাবা ২ দিন ধরে লাইফ সাপোর্টে। মা চলে যাবার এক বছর হতে চলেছে। জানি না আসলে কেন এমন জীবন। ’

২০২২ সালের ৩১ জানুয়ারি মা মারা যায় অভিনেত্রী তুষ্টির। মা হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই এবার বাবাকে হারালেন তিনি। এক বছরের ব্যবধানে মা-বাবা দুজনকে হারিয়ে শোকস্তব্ধ তুষ্টি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।