ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তি স্থগিতের আবেদন খারিজ, মুক্তি পাচ্ছে ‘ফারাজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
মুক্তি স্থগিতের আবেদন খারিজ, মুক্তি পাচ্ছে ‘ফারাজ’

আলোচিত ‘ফারাজ’ মুক্তিতে স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এর ফলে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে হংসল মেহতার সিনেমাটি।

বিচারক সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিংয়ের সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশনা দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আদেশে বিচারক নির্মাতা ও প্রযোজককে সিনেমার সঙ্গে একটি ‘সতর্কীকরণ’ যুক্ত করতে বলেছেন।  

যেখানে বলা হবে, সিনেমাটি সন্ত্রাসী আক্রমণের ঘটনা দ্বারা অনুপ্রাণিত, এতে থাকা উপাদানগুলো কল্পিত। দুই নারীর আবেদনের শুনানির পর আদালত এ আদেশ দেন; ওই দুই নারীর মেয়ে সন্ত্রাসী আক্রমণের ঘটনায় নিহত হয়েছেন।

বিচারক মৃদুল দুই নারীর আবেদন নিয়ে তাদের আইনজীবীর উদ্দেশে বলেন, যদি সিনেমাটি এর মধ্যেই মুক্তির জন্য চূড়ান্ত হয়ে থাকে, তবে কীভাবে এখন বদল করা হবে? দুঃখিত, আমরা আপনাদের সাহায্য করতে পারব না।

ঢাকার হোলি আর্টিজানে সংঘটিত নৃশংস হামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘ফারাজ’। সিনেমাটির মাধ্যমে জাহান কাপুর ও আদিত্য রাওয়ালের অভিষেক হতে চলেছে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।