ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

মা পরীর ছয় মাস পূর্ণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ফেব্রুয়ারি ১২, ২০২৩
মা পরীর ছয় মাস পূর্ণ

দেখতে দেখতে ছয় মাস গেল রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের বয়স। একইসঙ্গে মা হওয়ার ছয় মাস পূর্ণ হয়েছে পরীর।

বিশেষ এই সময়টি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন রাজ-পরী।

সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়ে মা পরীমণি। তিনি লেখেন, আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান।

২০২২ সালের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে শসিবার (১১ ফেব্রুয়ারি) ছয় মাস পূর্ণ হয়েছে রাজ্যের। বিশেষ এই দিনটিতে ঘিরে আয়োজনে কমতি রাখেননি রাজ-পরী।

ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের জন্য তার বাবা রাজ ইতোমধ্যে কিনেছেন সোনার চামচ ও বাটি। ২ ফেব্রুয়ারি পরি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করে বিষয়টি জানান।  

২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। একইবছর ১০ অক্টোবর গোপনে বিয়ে হয় তাদের।  

পরের বছর অর্থাৎ ২০২২ সালের ১০ জানুয়ারি হঠাৎ করেই গোপন খবরটি জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর ২০২২ সালের আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘরে জন্ম নেন রাজ্য।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।