ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

আর্টসেল’র নতুন অ্যালবাম ‘অতৃতীয়’ প্রকাশ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আর্টসেল’র নতুন অ্যালবাম ‘অতৃতীয়’ প্রকাশ 

দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’। ১৯৯৯ সালে প্রথম অভিষেক হয় এই ব্যান্ড দলের।

কয়েকজন সঙ্গীতপ্রেমী যুবক মিলে যাত্রা শুরু করেন আর্টসেল’র। কনসার্ট মাতানোর কারণে বেশ খ্যাতি রয়েছে দলটির।

২০০২ সালে ‘অন্য সময়’ শিরোনামের প্রথম অ্যালবাম প্রকাশ করে আর্টসেল। দলটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে সময় নেন চার বছর। ২০০৬ সালে দলটি প্রকাশ করে অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’। তাদের উভয় অ্যালবামই শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়।

এর দীর্ঘ ১৭ বছর পর মুক্তি পেয়েছে তাদের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’। গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন ব্যান্ড সদস্যরা।

চলতি মাসের ৯ তারিখে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘অতৃতীয়’র গানগুলো। এতে মোট ছয়টি গান রয়েছে। এগুলো হলো- ‘প্রতীতি’, ‘বাক্স বন্দি’, ‘বিপ্রতীপ’, ‘স্মৃতির আয়না’, ‘অসমাপ্ত সান্ত্বনা’ ও ‘অতৃতীয়’।

বর্তমানে এই ব্যান্ডের লাইনআপে রয়েছেন- লিংকন ডি কস্তা (ভোকাল ও গিটার), কাজী ফয়সাল আহমেদ (লিড গিটার), ইকবাল আসিফ জুয়েল (লিড গিটার), কাজী সাজ্জাদুল আশেকীন (ড্রামস) ও সাইফ আল নাজি (বেজ গিটার)।

বাংলাদেশ সময়:  ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১‌২, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।