ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মঞ্চে দুঃখের সংলাপ দিতে দিতেই প্রাণ গেল অভিনেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
মঞ্চে দুঃখের সংলাপ দিতে দিতেই প্রাণ গেল অভিনেতার

সিরাজগঞ্জ: যাত্রার মঞ্চে নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন হাসেম আলী সরকার (৪৫)। চরিত্রটা ছিল দুঃখী একজন কৃষকের।

যাত্রা চলাকালে দুঃখজনক একটি দৃশ্যে সংলাপ দিতে দিতেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি।  

এ সময় দর্শক ও সহ-অভিনেতাসহ সবাই ধারণা করছিলেন হাসেম আলী অভিনয় চালিয়ে যাচ্ছেন। অনেক সময় পরেও উঠতে না দেখে সহকর্মীরা তাকে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই যাত্রশিল্পী।

রোববার (১২ মার্চ) গভীর রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে অনুষ্ঠিত একটি যাত্রার মঞ্চে এ ঘটনা ঘটে।  

মৃত হাসেম আলী উপজেলার নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের মৃত নিজাব আলী সরকারের ছেলে।

জামতৈল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) হান্নান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, হাসেম আলী দীর্ঘদিন ধরে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালায় অভিনয় করেন। সবসময়ই তার অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়। রোববার রাতে নান্দিনামধু এলাকায় ‘আলম মালার প্রেম’ নামে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেখানে নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করছিলেন হাসেম। নাটকের এক পর্যায়ে সংলাপ দিতে দিতে হাসেম পড়ে যান মঞ্চে। আর না উঠলে অভিনেতারা তাকে তোলার চেষ্টা করেন। তারা দেখেন তিনি সংজ্ঞাহীন। তাকে দ্রুত সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৩ মার্চ) সকালে স্থানীয় কবরস্থানে শেষে হাসেম আলীকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।