ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

আইটেম গানে দেখা মিললো ‘পরি’র বেশে পূজাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
আইটেম গানে দেখা মিললো ‘পরি’র বেশে পূজাকে পূজা চেরী

‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি...কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ - এমনই কথামালার আইটেম গান প্রকাশ হয়েছে। এতে ঠোঁট মিলিয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী।

এই গানে পূজার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

দীপ্ত প্লে’র অরিজিনাল ফিল্ম ‘পরি’তে এই আইটেম গানটি ব্যবহার করা হয়েছে। গানের মূল শিরোনাম ‘এক দুই তিন’। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।

‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।  

‘পরি’র গল্প এগিয়েছে এভাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক হতে?

ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্মিত জোভান আহমেদ।  

‘পরি’র চিত্রনাট্য করেছেন রায়হান খান। এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩ 
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।