ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

নায়িকা মাহির স্বামীর গাড়ির শো-রুমে ভাঙচুরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
নায়িকা মাহির স্বামীর গাড়ির শো-রুমে ভাঙচুরের অভিযোগ

গাজীপুর: চিত্র নায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারের গাড়ির একটি শো-রুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তিনি (রাকিব) গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা।

শুক্রবার (১৭ মার্চ) ভোরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে রাকিব সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সনিরাজ কার প্যালেস নামে গাড়ির শো-রুমটি তার। ভোরে একদল দুর্বৃত্ত শো-রুমে হামলা চালায়। এসময় হামলাকারীরা শো-রুমের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দরজা ও জানালার কাঁচ এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া শো-রুমের সাইনবোর্ড খুলে ফেলে। খবর পেয়ে তার লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পবিত্র ওমরা পালন করতে মাহিয়া মাহি ও রাকিব বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯, মার্চ ১৭, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।