ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রভাকে নোটিশ পাঠানো নিয়ে যা বললেন আইনজীবী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, মার্চ ২৫, ২০২৩
প্রভাকে নোটিশ পাঠানো নিয়ে যা বললেন আইনজীবী সাদিয়া জাহান প্রভা-জয়নাল আবেদীন মাযহারী

কুমিল্লা: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার স্ক্যান্ডাল বিতর্ক নিয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।

সাত দিনের মধ্যে জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করার ঘোষণাও দেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

২০১০ সালের ভিডিওকে কেন্দ্র করে ২০২৩ সালে কেন এই অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো? বিষয়টি নিয়ে অনেকেই বলছেন, মূলত আলোচনায় আসতেই নোটিশটি পাঠিয়েছেন কুমিল্লার ওই আইনজীবী।

এতো বছর পর হঠাৎ কেন নোটিশ পাঠিয়েছেন? এমন প্রশ্নে আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বাংলানিউজকে বলেন, তারকাদের নিয়ে অনেক সময় বিভ্রান্তিকর স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে। যার অধিকাংশই মিথ্যা। পার্টনারের সঙ্গে প্রভার যে ভিডিওটি ২০১০ সালে আলোচনায় আসে, সেটি নিয়ে আমার সংশয় ছিল। সম্প্রতি অভিনেত্রী প্রভা তার স্ক্যান্ডালটি নিয়ে তার পার্টনারকে দোষারোপ করেন। এ থেকে প্রতীয়মান হয়ে এটা কোনো সাজানো স্ক্যান্ডাল নয়। পরোক্ষভাবে প্রভা তা স্বীকার করে নিয়েছেন। এ ধরনের স্ক্যান্ডালের কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই পাবলিকিলি ক্ষমা চাওয়ার জন্য তাকে এই নোটিশ পাঠানো হয়েছে।

২০১০ সালে প্রেমিক রাজিব হাসানের সঙ্গে বাগদান হয়েছিল সাদিয়া জাহান প্রভার। সেই বছরই শুটিং সেট থেকে পালিয়ে গিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর রাজিবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ফলে ২০১১ সালের ফেব্রুয়ারিতে অপূর্বের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয় প্রভার।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।