ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

বাচসাসের রাজু-রিমন নেতৃত্বাধীন কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
বাচসাসের রাজু-রিমন নেতৃত্বাধীন কমিটির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার রিমন মাহফুজ-রাজু আলীম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৪ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস)। সংগঠনটির নির্বাচিত সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ-এর নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ওপর আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালতে এই আদেশ প্রদান করেন। বাচসাসের পক্ষে মামলা পরিচালনা করেন আবুল কালাম আজাদ।

বর্তমান কার্যনির্বাহী পরিষদের কার্যক্রমের ওপর আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত মামলার জন্য পরিবার দিবসটি আমরা করতে পারিনি। বর্তমান কার্যনির্বাহী পরিষদ সংগঠনটির সকল সদস্য নিয়ে আগামীর কার্যক্রমগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে বলেই আশা করছি।

উল্লেখ্য, দায়েরকৃত উদ্দেশ্যপ্রণোদিত দেওয়ানী মামলায় (মামলা নং-৩৯৪/২২) বাচসাস নির্বাচিত কমিটির কার্যক্রমের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত মঙ্গলবার এক আদেশে প্রত্যাহার করে নিয়েছেন।  

এমনটাই জানান, বাচসাস-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুয়ায়রা মুরাদ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।