ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

আজ ‘রিমিক্স দাইমা-২’ শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
আজ ‘রিমিক্স দাইমা-২’ শোনাবেন মাহফুজুর রহমান

ঈদের রাতে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ‘রিমিক্স দাইমা-২’ শিরোনামে এবারের আয়োজনে তিনি শোনাবেন ১২টি গান।

চমক হিসেবে থাকছে তিনটি গজল।

গানগুলোয় সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান।

গানগুলোর শিরোনাম হলো-  ‘জানো না’, ‘ভালোবাসি বলে’, ‘আমি তোমার’, ‘বেইমান’, ‘ঠিকানা’, ‘জীবন সাথী’, ‘আমার ভালোবাসা অন্য রকম’, ‘তুমি সত্যি করে বলো’ এবং ‘রিমিক্স দাইমা-২’। অনুষ্ঠানে থাকছে গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ এবং চকোরী চলচ্চিত্রের ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ শিরোনামের গজলগুলো।

ঈদের দিন (২২ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের বিশেষ এই গানের অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।