ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

গল্পের টানে হলে দর্শক, হাউজফুল ‘আদম’র শো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
গল্পের টানে হলে দর্শক, হাউজফুল ‘আদম’র শো

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেতা ইয়াশ রোহান।

‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউ বা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটি নির্মাণ করেছেন আবু তাওহীদ হিরণ। সিনেমাটি ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী অভিজাত প্রেক্ষাগৃহেগুলোতে মুক্তি পেয়েছে।  

সিনেমা হল সংকটের মধ্যেও ঈদে সর্বাধিক আটটি সিনেমা মুক্তি পেয়েছে। সাম্প্রতিক এতো সংখ্যক সিনেমা এক দিনে মুক্তির ঘটনা বিরল! সিনেমাগুলো হচ্ছে- লিডার আমিই বাংলাদেশ, লোকাল, শত্রু, কিল হিম, জ্বিন, পাপ, প্রেম প্রীতির বন্ধন, আদম।

ঈদের কয়েকটি প্রেক্ষাগৃহের খবর নিয়ে যানা যায় গড়পতায় চলেছে সিনেমাগুলো। ঈদের দ্বিতীয় দিনেও এই অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে সেই জায়গায় ভিন্ন চিত্র ছিল ‘আদম’ সিনেমার ক্ষেত্রে। যারা গল্প নির্ভর সিনেমাপ্রেমী তারাই মূলত সিনেমাটি দেখতে ভীর করছে। দর্শকদের অনেকের ভাষ্য, গল্পই সিনেমাটির প্রাণ।

জানা গেছে, মুক্তির প্রথম দিনেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট কেনার হিড়িক লেগে যায়। প্রেক্ষাগৃহেও দেখা প্রথম দিনেই প্রথম শো হাউজফুল ছিল। শুধু তাই নয়, ঈদের দ্বিতীয় দিন (২৩ এপ্রিল) একই চিত্র। দর্শক ধরে রেখেছে সিনেমাটি। শো ছিল হাউজফুল।

‘আদম’ সিনেমাটি মুক্তির ঠিক কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল- ইসলাম ও হিন্দু ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের। মূলত ট্রেলার প্রকাশের পর এমন অভিযোগ উঠে। তবে যারা সিনেমাটি দেখছেন তাদের মতে, এমন কোন বিষয় সিনেমার দৃশ্যে নির্মাতা তুলে ধরেননি যেটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। সিনেমার গল্প ভালো, নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের অভিনয়ও তৃপ্তি দিয়েছে তাদের।

টিএইচআর মিডিয়া হাউজের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘আদম’। এতে ইয়াশ রোহান ও ঐশী ছাড়াও আরো অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।