ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার নাটকে প্রধান চরিত্রে আনোয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
চার নাটকে প্রধান চরিত্রে আনোয়ার আনোয়ার হোসেন

ছোটপর্দার পরিচিত মুখ আনোয়ার হোসেন। অনবদ্য অভিনয়গুণে অল্প সময়ের মধ্যেই নিজেকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তুলেছেন।

এবার চারটি একক নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।

এগুলো হলো- মাহফুজ ইসলামের ‘ডাবল এক্সেল’ ও ‘ঘুম ভাই’, মোহাম্মদ ইমনের ‘দুই বলদ’ এবং এ বাবুলের ‘বিয়ের দাবীতে অনশন’।

এছাড়া ঈদে তার অভিনীত সিনেমা ‘লোকাল’ মুক্তি পেয়েছে পেক্ষাগৃহে। সাইফ চন্দনের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী।

আনোয়ার বলেন, এবারের ঈদ আমার জন্য অনেক বেশি আনন্দের ও স্পেশাল। এতো দিন যে ধরনের কাজ করেছি, তার থেকে পুরোপুরি ভিন্ন। দর্শক আমাকে অন্যভাবেই দেখবেন।

জানা গেছে, ইতোমধ্যেই ঈদুল ফিতর উপলক্ষে ওল্ড ঢাকা এক্সপ্রেস নামের একটি ইউটিউব চ্যানেলে ‘ডাবল এক্সেল’ নাটকটি অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।