ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

মাত্র ২৩ বছর বয়সে না ফেরার দেশে মিস ইউনিভার্স ফাইনালিস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ৬, ২০২৩
মাত্র ২৩ বছর বয়সে না ফেরার দেশে মিস ইউনিভার্স ফাইনালিস্ট সিয়েনা ওয়ার

মাত্র ২৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা ওয়ার। তিনি ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।

জানা গেছে, ঘোড়ায় চড়তে ভালোবাসতেন সিয়েনা। গত ২ এপ্রিল শখের বসে ঘোড়ায় চড়েছিলেন তিনি। কিন্তু তখনই ঘটে অঘটন। ঘোড়া উল্টে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনা। চোট পান।

এরপর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। অবশেষে তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার।

২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিয়েনা। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন এই মডেল-কন্যা। যদিও তার আগে থেকেই মডেল হিসাবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।