ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নওয়াজউদ্দিনের কাছে ক্ষমা চেয়ে স্ত্রীর চিঠি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মে ৯, ২০২৩
নওয়াজউদ্দিনের কাছে ক্ষমা চেয়ে স্ত্রীর চিঠি!

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি গত কয়েক মাস ধরেই তার ছবির চেয়েও ব্যক্তিগত জীবনের জন্য বেশি শিরোনামে রয়েছেন। দীর্ঘদিন ধরে স্ত্রী আলিয়ার সঙ্গে তার বিরোধ চলছিল।

অভিনেতার বিরুদ্ধে বহু অভিযোগও এনেছেন আলিয়া। দুই পক্ষই একসময় মামলায় গিয়ে ঠেকে।

তবে আলিয়ার সুর এখন অনেকটা বদলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ইন্সটাগ্রাতে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে এক খোলা চিঠিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির কাছে ক্ষমা চেয়েছেন।

নওয়াজের বিরুদ্ধে আলিয়া যেসব অভিযোগ এনেছিলেন এখন তার একেবারে উল্টো সুর। নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে সব মামলা তুলে নিতে চান। সব ভুলে নতুন করে স্বাভাবিক জীবন শুরু করতে চান।

আলিয়া খোলা চিঠিতে লেখেন, ‘হ্যালো নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমি অনেক জায়গায় শুনেছি আর পড়েছি যে জীবন মানে এগিয়ে যাওয়া। কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে, আমি সেসব কিছু ভুলে যেতে চাই। আর সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে আমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আর তোমার সব অন্যায়কে ক্ষমা করে জীবনের দিকে এগিয়ে যেতে চাই। ’

‘আর আমি জীবনকে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করব। অতীতের জালে ফেঁসে থাকা, কোনো চক্রব্যূহে থাকার চেয়ে কম কিছু নয়। আর তাই অতীতকে পেছনে ফেলে, এই ভুল দ্বিতীয়বার না করার অঙ্গীকার করছি। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার শপথ নিচ্ছি আমি। ’

‘তুমি বাবা হিসেবে অত্যন্ত ভাল। আশা করি, ভবিষ্যতে তুমি তোমার সব কর্তব্য ভালোভাবে পালন করবে। আর তাদের একটা ভালো ও সুন্দর ভবিষ্যৎ দেওয়ার সব রকম প্রয়াস করবে। আমার এই যুদ্ধ শুধু আমার সন্তানদের জন্য ছিল। ওদের মুখে হাসি দেখে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আর রাগ গলে পানি হয়ে গেছে। আমরা ভালো স্বামী-স্ত্রী হয়ে উঠতে পারিনি। আশা করি আমরা ভালো মা–বাবা হয়ে উঠবো। এই জীবনে যা কিছু ঘটেছে, এ কারণে একে অপরকে যেন ক্ষমা করে দেই। জীবনের পথে যেন এগিয়ে যেতে পারি। ’

অভিনেতার স্ত্রীর এমন পোস্ট দেখে খটকা লেগেছে অনেকের। এমনকি অভিনেতার ভাই শামাশ সিদ্দিকি তো লিখেই বসেন, ‘তোমার প্রোফাইল কি হ্যাক হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।