ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রের দশ শহর মাতাবে ‘চিরকুট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ৯, ২০২৩
যুক্তরাষ্ট্রের দশ শহর মাতাবে ‘চিরকুট’

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। দলটি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে বেরিয়েছে।

দেশটির দশটি শহরে কনসার্ট করবে দলটি।

এমন ঘোষণা দিয়েই সোমবার (০৮ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ে চিরকুটের সদস্যরা।

এদিন ‘চিরকুট’-এর ভোকাল শারমিন সুলতানা সুমি ঢাকা ছাড়ার সময়ের বেশকিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন। সেখানে তিনি জানান, চিরকুট দ্যা চিরকুট-দ্য লিগ্যাসি ট্যুর ইউএসএ- ২০২৩ এ যুক্তরাষ্ট্রের ১০টি শহরে কনসার্টে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে আমরা চিরকুট যাত্রা শুরু করছি।  

শারমিন সুলতানা সুমি আরো যোগ করেন, এই তুলনাহীন যাদুর শহরে দুলতে থাকা জারুল, সোনালু, বাতাস, কৃষ্ণচূড়া আর প্রাচীন রাতের কাছে হৃদয় জমা রেখে গেলাম। প্লিজ আপনারা আমাদেরকে আপনাদের প্রার্থনায় রাখবেন যাতে নিরাপদে আমরা পৌঁছাতে পারি। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

এর আগে চিরকুট থেকে জানানো হয়, তাদের প্রথম কনসার্ট হবে বস্টনে। জুন মাসের শেষ পর্যন্ত চলবে কনসার্টগুলো। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।