ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হতে চলেছেন নায়ক রোশান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
বাবা হতে চলেছেন নায়ক রোশান  জিয়াউল রোশান-তাহসিনা এশা

আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। গেল শনিবার বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি।

এবার জানা গেল, রোশানের স্ত্রী তাহসিনা এশা অন্তঃসত্ত্বা। আর বাবা হতে চলেছেন নায়ক রোশান।

রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।

২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোশান। বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান।

জানা গেছে, কক্সবাজারে নতুন সিনেমা ‘এক্সকিউজ মি’র শুটিংয়ের অংশ নিচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান খান। এতে রোশানের বিপরীতে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।