ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে ‘ফাস্ট এক্স’, ট্রেলারেই বিশ্বজুড়ে আলোচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আসছে ‘ফাস্ট এক্স’, ট্রেলারেই বিশ্বজুড়ে আলোচনা

আগামী ১৯ মে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির দশম সিনেমা ‘ফাস্ট এক্স’। ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে বিশ্বজুড়ে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ভক্তদের মাঝে।

যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমাটি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় জমকালো আয়োজনে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, ‘ফাস্ট এক্স’ সিনেমায় ব্যবহৃত বিভিন্ন গাড়ির প্রদর্শনীও হবে সেখানে।

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির আগের সবগুলো সিনেমা দর্শক মাতিয়েছে। পুরা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এবারের সিনেমার পরিচালক ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ এবং ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার।

অভিনয়শিল্পীদের মধ্যে আগের পর্বগুলোর মতো এ সিনেমাতেও থাকছেন মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন এবং চার্লিজ থেরন।

আগের চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অধ্যায়টি বন্ধ করাকে আরো বেশি আকর্ষনীয় করার চেষ্টা করছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন এবং জেসন স্ট্যাথাম। পুরনো এই তারকাদের সঙ্গে ‘ফাস্ট এক্স’ সিনেমায় যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এই নয়টি পর্বে সিরিজের অনেকগুলো চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিল। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলোকে আবারো ফিরিয়ে আনছেন এর নির্মাতারা।  

‘ফাস্ট এক্স’ ট্রেলারে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর মতো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির স্মৃতিগুলো ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। এই মুহুর্তে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী।

আগেই জানা গিয়েছিল, ‘ফাস্ট এক্স’ সিনেমার প্রধান খলনায়ক চরিত্রে অভিনয় করছেন ‘অ্যাকুয়াম্যান’খ্যাত তারকা জেসন মোমোয়া। সিনেমাটিতে তার চরিত্রের নাম দান্তে। দান্তে এই ফ্র্যাঞ্চাইজির পুরনো খলনায়ক সাইফার (চার্লিজ থেরন) এর সঙ্গে কাজ করতে দেখা যাবে।

ডমিনিক টোরেটো (ভিন ডিজেল) এবং তার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ পরিবারকে ধ্বংস করার জন্য দান্তের ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি রয়েছে। দান্তে (মোমোয়া) আসলে ‘ফাস্ট ফাইভ’ সিনেমাটির খলনায়ক হার্নান রেযয়েসের পুত্র।  

প্রকাশিত ট্রেলারে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার একটি দৃশ্যে পঞ্চম পর্বে ব্রাজিলের মাদক মাফিয়া হার্নান রেযয়েসের ভোল্ট ছিনতাইয়ের সময় সেখানে দান্তেকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া সেটি উদ্ধারের জন্য ডম এবং ব্রায়ানকে ধাওয়াও করেছিলেন মামোয়া। কিন্তু শেষ পর্যন্ত পানিতে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায় দান্তে। আর এখান থেকেই নিজের পরিবারের ক্ষতির প্রতিশোধ নিতে ডমের পরিবারকে ধ্বংস করার মিশনে নামে দান্তে।

এছাড়া ট্রেলারে সিনেমাটির আরো কয়েকটি পর্বের অ্যাকশনের পুনরাবৃত্তি দেখা গেছে। উল্লেখ্য, ফাস্ট এক্স-এর পর আরেকটি সিনেমা নির্মিত হবে যেটি হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা-এমনটাই জানিয়েছেন নির্মাতারা।

শেষ কিস্তিটিকে আরো বিস্তৃত করার জন্য দুটি ভাগে ভাগ করা হবে, যা সিনেমার গল্পকে একটি সন্তোষজনক সমাপ্তির দিকে নিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজির মূল তারকা ভিন ডিজেল, টাইরেস গিবসন, লুডাক্রিস, সুং ক্যাং, মিশেল রদ্রিগেজ এবং শার্লিজ থেরন পুনরায় পর্দায় আসবেন। তবে ভক্তদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এই পর্বে রক খ্যাত ডোয়াইন জসসন থাকছে না।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।