ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লেখক আদরের স্ত্রী অধরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
লেখক আদরের স্ত্রী অধরা! আদর আজাদ-অধরা খান

ঈদে মুক্তি প্রাপ্ত ‘লোকাল’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। সেই রেশ না কাটতেই নতুন খবর দিলেন এই অভিনেতা।

এবার তাকে দেখা যাবে লেখক চরিত্রে। লেখকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অধরা খান। সিনেমার নাম ‘রাইটার’।

সম্প্রতি ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে রানা পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছে। একজন লেখকের তার নিজস্ব দুই জগত সমান্তরাল ভাবে উঠে আসবে এই গল্পে। লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যাক্তি জীবনে নিবিরভাবে উঠে আসবে পর্দায়- এমনটাই জানা গেল।  

নিজের চরিত্র সম্পর্কে অধরা বলেন, সিনেমায় আমার চরিত্রের নাম সিসিলি। এখানে আদর একজন লেখক, আমি তার স্ত্রী চরিত্রে অভিনয় করছি। সিনেমায় লেখকের বাইরের সত্তার বাইরের যে একতি নিভৃত ব্যক্তিজীবন রয়েছে, সেই ব্যক্তিজীবনের সংখ্য দরজা রয়েছে; রয়েছে সুখ দুঃখ, ব্যথা বেদনা এসবই উঠে আসবে। আর ব্যক্তিজীবনের অন্যতম সঙ্গী তার স্ত্রী। স্বাভাবিকবে এসব সমীকরণ বিশ্লেষিত হবে।

‘রাইটার’ সিনেমায় আরো অভিনয় করেছেন শিরিন শিলা, ডেভিড আজাদ, তনিমা, জয়রাজ, শিবা শানু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।