ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনার স্বামীকে সালমানের কাছে ভিড়তে দিল না নিরাপত্তারক্ষীরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ক্যাটরিনার স্বামীকে সালমানের কাছে ভিড়তে দিল না নিরাপত্তারক্ষীরা!

সম্প্রতি আবুধাবিতে যেতে দেখা গেছে সালমান খানকে। কড়া নিরাপত্তার মধ্যে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে।

বর্তমানে একটি ইভেন্টের জন্য আবুধাবিতে রয়েছেন বলিউড ভাইজান।

এই অনুষ্ঠানের একটি ভিডিও বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তা সবার নজড় কেড়েছে। ভিডিওতে সালমান ও ভিকি কৌশলকে একই অনুষ্ঠানে দেখা গেছে।  

ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সালমান অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছেন। সালমানকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভাইজানের দিকে এগিয়ে যান ভিকি। আর তখনই সালমানের নিরাপত্তারক্ষীরা রীতিমতো হাত দিয়ে সরিয়ে দেন ভিকিকে। সালমানের চোখে মুখেও ভিকিকে দেখে বিরক্তির ছাপ স্পষ্ট।

এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ক্যাটরিনা কাইফকে বিয়ে করার জন্যই ভিকির এমন হাল। ক্যাটরিনার স্বামী বলেই ভিকির সঙ্গে সালমানের এমন আচরণ! তবে এই নিয়ে মুখ খোলেননি ভিকি ও সালমান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।