ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মৃত্যুর গুঞ্জনে সাফা কবির বললেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৯, ২০২৩
মৃত্যুর গুঞ্জনে সাফা কবির বললেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি’

সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন! এই গুঞ্জনে এক পর্যায়ে বাধ্য হয়ে পোস্ট দিয়ে ছোট পর্দার এই অভিনেত্রী জানালেন, তিনি অক্ষত ও ভালো রয়েছেন।  

অন্যদিকে, গণমাধ্যম বলছে ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই খবরের রেশ ধরেই গুজবটি ছড়িয়ে পড়ে। এরপরেই সাফা কবির নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, তিনি ঠিক আছেন।  

সাফা কবির লেখেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। ’

তিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন। ’

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।